Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে বন্যায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন।
মঙ্গলবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় আচাম জেলায় এ ঘটনা ঘটেছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বন্যায় কাইলাশখোলার ঘরবাড়ি, দোকানপাট ও রামরোশান গ্রামের অবকাঠামো ভেসে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসাবেষ উদ্ধার করেছে। বানের পানিতে ১৭ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ১০ জন একই পরিবারের বলে জানা গেছে।
বুধবার বিকালে নেপাল সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
রামরোশান গ্রামের কাউন্সিল-৫ এর প্রধান ঝানকার সাউদ বলেন, বন্যার পানিতে একটি সেতু, ঘরবাড়ি ও ফসল ভেসে গেছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।