জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে নেশাগ্রস্ত ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আজ শনিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত ওই ব্যাক্তির নাম ইমদাদুল হক। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের প্রভাষক ও আব্দুলপুর নান্দেড়াই গ্রামের বাসিন্দা। এদিকে পিতার মৃত্যুর পর থেকেই পলাতক ছিলেন ছেলে রেজওয়ানুল ইসলাম (২৩)। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ শনিবার দুপুরে উপজেলার বিন্যাকুড়ি এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, চাকরি ছেড়ে দীর্ঘ দিন ধরে বাবার কাছে নেশার টাকা চাইছেন ছেলে। সেই সূত্র ধরেই গতকাল শুক্রবার রাতে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে ছেলে রেজওয়ান ইসলাম ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজ শনিবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইমদা্দুল হকের।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি অবগত হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ দুপুরে তাকে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।