স্পোর্টস ডেস্ক : খেলা চলাকালে বোলারের করা নো বল ধরতে পারেননি আম্পায়াররা। অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টে এক দিনে ২০টির বেশি নো বল আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। তাই-তো নো বলের নিয়ম আনতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এখন থেকে এই ধরনের নো বলের সিদ্ধান্ত দেবেন থার্ড আম্পায়ার বা টিভি আম্পায়ার। পায়ের নো বলের সিদ্ধান্ত অনেক সময়ই সঠিক সিদ্ধান্ত দিতে পারেন না মাঠে দায়িত্ব পালন করা ফিল্ড আম্পায়ার। কিছু কিছু সময় ব্যাটসম্যান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার মুহূর্তে দেখা যায় বোলারের করা নো বল চোখ এড়িয়ে গেছে আম্পায়ারের।
এই সমস্য থেকে উত্তরণের জন্য নো বল নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে থার্ড আম্পায়ারকে। তারা প্রতিটি বলে নো বল চেক করবেন। যদি নো বল হয়, তবে তারা অন ফিল্ড আম্পায়ারকে সে সিদ্ধান্ত জানাবেন। তখন নো কল দিবে মাঠের আম্পায়াররা। সম্প্রতি ১২ ম্যাচে ৪৭১৭ বল এ পদ্ধতিতে পরিচালনা করে আইসিসি। এরমধ্যে ১৩টি নো বল শনাক্ত করা হয়। এবং প্রত্যেকটি সঠিক সিদ্ধান্ত বলে গৃহীত হয়। আসন্ন নারী টি-২০ ক্রিকেট বিশ্বকাপে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ভাবছে তারা।
আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডিস বলেন, ‘ক্রিকেটে ভুল কমানোর লক্ষ্যে নতুন প্রযুক্তি সংযোজন করা হয়। আসন্ন নারী বিশ্বকাপে আমরা নো বল প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।