জুমবাংলা ডেস্ক : ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছেচুয়াডাঙ্গার ফিলিং স্টেশনগুলোয় মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে জেলা পুলিশ। হেলমেট পরে মোটরসাইকেল চালানোর বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে হেলমেট বিহীন বাইকারদের জ্বালানি সরবরাহ না করতে বলা হয়েছে।
মঙ্গলবার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করে বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মোটরসাইকেল চালক ও আরোহী সামান্য দুর্ঘটনায় পড়লেই বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। এর অন্যতম কারণ হেলমেট ব্যবহার না করা। তাই দুর্ঘটনা ও ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এমন কৌশল অবলম্বন করা হয়েছে। সেইসঙ্গে জনসাধারণকে সচেতন করতেও এ উদ্যোগ কাজে লাগবে। যেসব ফিলিং স্টেশন ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিয়ম মেনে চলবে না তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।