বিনোদন ডেস্ক : সেলিব্রিটি শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এর সিজন টু’র একটি পর্বে কারিনা কাপুর খানের অতিথি হিসেবে ছিলেন তাপসী পান্নু। ওই অনুষ্ঠানের শুটিংয়ের পেছনে ঠিক কী ঘটেছে— তারই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
ওই ভিডিওতে কারিনাকে বিভিন্ন মেজাজে দেখা গেল। সেটের এক কর্মীকে বিরক্ত হয়ে নায়িকা প্রশ্ন করছেন, তাকে কেন নোংরা কাপ দেওয়া হলো? ঠিক করে কাপ ধোয়া হয়েছে কি-না?
কখনো পোশাক ঠিক করে ইস্ত্রি করার কথা বলতে দেখা যায়। আবার মজা করে কারিনা বলেছেন শো হিন্দিতে হলেও তিনি ইংরেজিতেই বলেন।
আরেকটি ভিডিওতে ফানি মেজাজে ধরা পড়েছেন কারিনা। সেখানে তাকে প্রশ্ন করতে দেখা যাচ্ছে, আজকে আমাকে বেশ ভালো দেখাচ্ছে তাই না? আবার প্রকাশ বলে এক কর্মীকে ডেকে তিনি কফি দিতে বলেছেন। আবার কখনো ড্রেসারকে ডেকে তিনি কীভাবে পোশাক পড়বেন, এবং সেটা যেন ঠিক করে ইস্ত্রি করা হয়, এই সবকিছু বুঝিয়ে দিয়েছেন বেবো। আবার কখনো শো-এর ফাঁকে খাওয়াদাওয়া করতে দেখা গিয়েছে তাকে।
এভাবে ক্যামেরার পেছনে আসলে কী কী হয়— সেটা প্রকাশ করলেন জনপ্রিয় নায়িকা।
‘হোয়াট ওম্যান ওয়ান্ট’ শোটি-বেশ জনপ্রিয়। ইতিমধ্যেই দুটো সিজনে প্রচার হয়েছে। ইতিমধ্যে স্বামীর পতৌদি পরিবারের সব সদস্যদের এনে হাজির করেছেন। ডেকেছেন বান্ধবী বন্ধু মালাইকা, অমৃতা এবং বড় বোন কারিশমা কাপুরসহ অনেককে।
View this post on Instagram
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।