ফিচার ফোনের বাজারে ফের একচ্ছত্র আধিপত্য কায়েম করতে মরিয়া Nokia। সেই লক্ষ্যে ফের সস্তায় নতুন ফিচার ফোন নিয়ে এল HMD Global। প্রসঙ্গত এই সংস্থাই এখন Nokia ব্র্যান্ডের মালিক। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Nokia 110 (2022)। কিপ্যাড সহ এই ফোনের পিছনে থাকছে একটি ক্যামেরা। ফোনে থাকছে বিল্ট ইন ক্যামেরা। একসঙ্গে 8,000 গান স্টোর করা যাবে এই ফোনে। আগের মতোই এই ফোনেই থাকছে Snake গেম। এমন কি সস্তার এই নোকিয়া ফোনে থাকছে একটি বিল্ট ইন টর্চ।
Nokia 110 (2022): দাম
ভারতে ১৬৯৯ টাকা থেকে Nokia 110 -র দাম শুরু হচ্ছে, যা বাংলাদেশে ২৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে। চারকোল ও রোজ গোল্ড কালারে এই ফোন পাওয়া যাবে। এই দামে চারকোল রঙে কেনা যাবে এই ফিচার ফোন। রোজ গোল্ড ভেরিয়েন্টে Nokia 110 কিনতে খরচ একটু বেশী হবে। অনলাইনের সঙ্গে পাড়ার দোকান থেকেও এই ফোন কেনা যাবে। এই ফোনের সঙ্গে একটি 299 টাকা দামের ইয়ারফোন বিনামূল্যে দিচ্ছে নোকিয়া।
Nokia 110 (2022): স্পেসিফিকেশন
এই ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। আগের। মডেলের সঙ্গে ডিজাইনে খুব বেশি তফাৎ থাকছে না। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। দুর্দান্ত ব্যাক অ্যাপের জন্য এই ফোনে 1,000 mAh ব্যাটারি দিয়েছে নোকিয়া।
Nokia 110 (2022) -তে রয়েছে বিল্ট ইন টর্চ, FM রেডিও। এছাড়াও একাধিক প্রিলোডেড গেম থাকবে। এর মধ্যেই অন্যতম জনপ্রিয় Snake। এছাড়াও রয়েছে কল রেকর্ডিং ফিচার। এই ফোনে অটোমেটিক কল রেকর্ড হবে। ফোনের স্টোরেজে 8,000 গান স্টোর করা যাবে। I ফোনে 32 GB পর্যন্ত microSD ব্যবহার করা যাবে।
তবে এই প্রথম নয়, চলতি মাসে আরও একটি ফিচার ফোন নিয়ে এসেছিল নোকিয়া। লঞ্চ হয়েছিল Nokia 8210 4G। এই ফোনে থাকছে Unisoc T107 প্রসেসর। 48 MB RAM ও 128 MB স্টোরেজ দিয়েছে নোকিয়া। এক্সপ্যান্ডেবল স্টোরেজে সর্বোচ্চ 32 GB microSD কার্ড ব্যবহার করা যাবে। হেডসেট না লাগিয়েই এই ফোনে FM রেডিও শোনা যাবে। থাকছে MP3 প্লেয়ার। Nokia 8210 -তে থাকছে 1,450 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ফোনে 27 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ মিলবে। ভারতে Nokia 8210 কিনতে খরচ হবে 3,999 টাকা। ডার্ক ব্লু ও রেড কালারে এই ফোন কেনা যাবে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও Amazon থেকে এই ফিচার ফোন কেনা যাবে।
নোকিয়া 110 স্পেশিফিকেশনস
Camera: 0.3 MP
Battery: 1020 mAh
Display: 1.8″ (4.57 cm)
Ram: 16 MB
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।