নোবিপ্রবি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে চলছে স্বাধীনতা শিক্ষক পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারণা।
এবারে আওয়ামীপন্থী দুইটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামীপন্থী প্যানেল দুইটি হলো নীল দল এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা শিক্ষক পরিষদের মনোনীত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নির্বাচনী প্রচারণা চালায়।
এসময় প্রার্থীরা ভোটারদের সামনে তাদের বিগত উন্নয়নের কথা তুলে ধরেন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আশ্বাস দেন।
জানতে চাইলে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, এত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করায় স্বল্প সময়ে প্রচারণা করতে হচ্ছে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী শিক্ষকরা আমাদের সাথে আছেন।
তিনি বলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সমর্থন দেখতে পাচ্ছি বিজয় হবেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।