নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বুধবার (১ জানুয়ারি) সকালে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিনের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার অধ্যাপক মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া অনুষ্ঠানে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, শিক্ষা অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইউসুফ মিঞা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।