Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নোবেল নিয়ে নানা মুখরোচক গল্প
    অন্যরকম খবর আন্তর্জাতিক

    নোবেল নিয়ে নানা মুখরোচক গল্প

    mohammadOctober 9, 20194 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : নোবেল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। প্রতি বছর মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করে কে, কোন ক্ষেত্রে, কী কারণে এই পুরস্কার পাচ্ছে জানার জন্য। কিন্তু নোবেল পুরস্কার নিয়েও রয়েছে অনেক মুখরোচক গল্প। যার সবটাই আবার গল্প নয়। আলফ্রেড নোবেলের নাম জানেন না এমন শিক্ষিত মানুষ খুব বেশি নেই। তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, রসায়নবিদ, প্রকৌশলী এবং সফল শিল্পপতি ছিলেন। আপনি কি জানেন- তিনি মাত্র ১৭ বছর বয়সেই পাঁচটি ভাষায় কথা বলতে পারতেন। ১৮৬৬ সালে প্রচণ্ড শক্তিধর ডিনামাইট তারই আবিষ্কার। এরপরই ঘটল বিস্ময়কর ঘটনা।

    Nobel_Prizeডিনামাইট এতোটাই জনপ্রিয় হলো যে, আলফ্রেড আরো ধনী হয়ে উঠলেন। কিন্তু তিনি যে উদ্দেশ্য নিয়ে ডিনামাইট আবিষ্কার করেন, সেই উদ্দেশ্য পুরোপুরি পূর্ণ হলো না। ডিনামাইট যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার হতে লাগল। অর্থাৎ মানব কল্যাণের বদলে মানবের বিরুদ্ধেই ব্যবহৃত হতে লাগল আলফ্রেডের আবিষ্কার। বেচারা মনে প্রচণ্ড আঘাত পেলেন। সেই দুঃখবোধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অর্থকড়ি ও যাবতীয় সম্পদ মানবকল্যাণে ব্যয় করবেন বলে সিদ্ধান্ত নিলেন। সেই সময় তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৩১ মিলিয়ন সুইডিশ ক্রোনার, এখনকার হিসাবে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

    আমরা জানি, গণিতে নোবেল পুরস্কার দেয়া হয় না। এর কারণ অনেকেই খুঁজেছেন, কিন্তু ঠিকঠাক উত্তর বোধহয় পাননি। নোবেল কমিটির মতে, গণিতের কোনো কিছু মানব কল্যাণে অথবা মানব জীবনে বড় কোনো ভূমিকা রাখে না! কোনো এক বিচিত্র কারণে নোবেলের মনে হয়েছিল গণিতের তেমন কোনো ব্যবহারিক গুরুত্ব নেই। মজার ব্যাপার, নোবেলের প্রেমিকা ছিলেন গণিতবিদ। তাঁর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে রাগ করে নোবেল গণিতে পুরস্কার রাখেননি বলে যে গল্প প্রচলিত সেটা ভিত্তিহীন।

    নোবেল পুরস্কারের ইতিহাসে মাদাম কুরি পরিবারের সদস্যরা বিস্ময়। মাদাম কুরির স্বামী পিয়েরে কুরি ছিলেন স্বনামখ্যাত বিজ্ঞানী। স্ত্রীর সঙ্গে ১৯০৩ সালে তিনি রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার অর্জন করেন। এ ঘটনার আট বছর পর ১৯১১ সালে মাদাম কুরি আবারও এই পুরস্কার পান। এবার তাকে পুরস্কার দেয়া হয় বিশুদ্ধ রেডিয়াম পৃথকীকরণের জন্য। নোবেল পুরস্কারের ইতিহাসে মাদাম কুরি ছাড়া অন্য কোনো নারী বিজ্ঞানী দু’বার পুরস্কার পাননি। আরও একটি কারণে মাদাম কুরি পরিবারের নাম নোবেল পুরস্কারের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। মাদাম কুরির বড় মেয়ে আইরিন জুলিও কুরি মায়ের মতোই স্বামী ফ্রেডারিক জুলিওর সঙ্গে যৌথভাবে রসায়ন শাস্ত্রে এই পুরস্কার অর্জন করেন। এখানেই প্রতিভাদীপ্ত এই পরিবারের সাফল্যের শেষ নয়। মাদাম কুরির কনিষ্ঠা কন্যা ইভ কুরির স্বামী হেনরি ল্যাবোসে ১৯৬৫ সালে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন। ভাবতে অবাক লাগে, নোবেল পুরস্কার মাদাম কুরি পরিবারের সদস্যরা যেন নিজেদের করে নিয়েছিলেন!

    নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন অনেকবার, কিন্তু একবারও পাননি এমন বিখ্যাত লোকের সংখ্যা কিন্তু কম নয়। ধরুন হারুকি মুরাকামির কথা। জাপানের সবচেয়ে প্রভাবশালী লেখক। গত কয়েক বছর ধরেই তার নাম নোবেল শর্ট লিস্টের প্রথম দিকে থাকে। কিন্তু এখনো অধরাই রয়েছে সেই পুরস্কার। লিও টলস্টয়ের নাম সাহিত্য জগতে জ্বলজ্বল করছে। ১৯০১ সালে যখন এই পুরস্কার দেয়া শুরু হয় তখনই তিনি সাহিত্য বিভাগে নোবেল পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। ১৯০২ সালে তাকে মনোনীত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত টলস্টয়কে নোবেল দেয়া হয়নি। তাতে টলস্টয়ের কিছু না হলেও নোবেল পুরস্কারটাই পড়েছে বিতর্কে! মহাত্মা গান্ধীকে দুনিয়া চিনে শান্তির দূত হিসিবে। ১৯৩৭, ১৯৩৮, ১৯৩৯ ও ১৯৪৭ সালে গান্ধীকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্য মনোনীত করা হয়। কিন্তু প্রতিবারই তার নাম বাদ দেয়া হয়। অনেকবার মনোনীত হওয়ার পরও এই মহামূল্যবান পুরস্কার পাননি ফ্রয়েডও।

    নোবেল পুরস্কারের ছ’টি বিভাগ একসঙ্গে ধরলে পুরস্কার জয়ের সময় বিজয়ীদের বয়স দাঁড়ায় গড়ে ৫৯ বছর৷ বিজ্ঞান বিষয়ক নোবেলগুলোর ক্ষেত্রে বিজয়ীদের গড় বয়স ৫৭, চিকিৎসাবিদ্যায় আরো কম, ৫৫ বছর। নোবেলের ইতিহাসে তরুণতম বিজয়ী ছিলেন লরান্স ব্র্যাগ, যিনি ১৯১৫ সালে পদার্থবিদ্যায় এই পুরস্কার পান৷ তখন তাঁর বয়স ছিল ২৫ বছর৷ কিন্তু এখন সেই স্থান দখল করেছেন মালালা ইউসুফজাই। যিনি মাত্র ১৭ বছর বয়সে এই পুরস্কার পেয়েছেন। অপরদিকে বিজ্ঞান বিষয়ক নোবেলের ইতিহাসে প্রবীণতম বিজয়ী হলেন ৮৮ বছর বয়সি পদার্থবিদ রেমন্ড ডেভিস জুনিয়র৷ তবে তার চাইতেও বেশি বয়সের মানুষ এই পুরস্কার জিতেছেন, যেমন দুই অর্থনীতিবিদ লেওনিড হুরউইৎস ও লয়েড শেপলি, যাদের বয়স ছিল ৯০ এবং ৮৯৷

    ২০১১ সালে পদার্থবিদ্যায় নোবেলজয় করেন ব্রায়ান স্মিথ। অথচ তার স্বর্ণপদকটি আটকে দেয় তার দেশের বিমানবন্দর। যদিও পরে তারা ছেড়ে দেন। ব্রায়ান ডার্ক এনার্জির অস্তিত্ব প্রমাণ করতে পারার জন্য এই পদকে ভূষিত হন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট বলে দিয়েছিল, আপনি যত বড় মাপের পদকপ্রাপ্ত হোন না কেন, এয়ারপোর্টে আপনার নিস্তার নেই। আগে চেক তারপর মুক্তি।

    তিনজন নোবেলজয়ী তাদের পুরস্কারের খবর জানতে পেরেছিলেন কারাগারে থাকাকালীন। এদের প্রত্যেকেই নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তি স্থাপনের জন্য। তিনজন হলেন জার্মান সাংবাদিক কার্ল ভন অজিটস্কি (১৯৩৫ সাল), বার্মিজ রাজনৈতিক ব্যক্তিত্ব অং সান সু চি (১৯৯১ সাল) এবং চৈনিক মানবাধিকার কর্মী লিও জিয়াওবো (২০১০ সাল)। অং সান সু চির নোবেল পুরস্কার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই বলছেন তার এই পুরস্কার ফিরিয়ে নেয়া হোক। মূলত মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচারে তার নীরবতার কারণেই এই দাবি উঠেছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অন্যরকম আন্তর্জাতিক খবর গল্প নানা নিয়ে, নোবেল মুখরোচক
    Related Posts
    বুদ্ধিমান

    ছবিটি জুম করে দেখুন, এটিই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান

    July 5, 2025
    Mohish

    বীর্যের চাহিদায় শীর্ষে আনমোল, ২৩ কোটি টাকার মহিষের পেছনে রোজ খরচ ১৫০০ টাকা!

    July 5, 2025
    Web a

    বিয়ের গাড়ি ধাক্কা দিলো কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

    July 5, 2025
    সর্বশেষ খবর
    LG PuriCare 360 Air Purifier: Price in Bangladesh & India

    LG PuriCare 360 Air Purifier: Price in Bangladesh & India with Full Specifications

    নারীদের ঘুম

    পুরুষদের তুলনায় যে কারণে নারীদের ঘুমের বেশি প্রয়োজন

    ওয়েব সিরিজ

    বিছানায় সুখ না পেয়ে স্বামীর কাণ্ড, উল্লুর নতুন ওয়েব সিরিজ!

    Upodastha

    সঞ্চয়পত্রের মুনাফা বাড়ানো নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

    Dell Inspiron 15: Price in Bangladesh & India

    Dell Inspiron 15: Price in Bangladesh & India with Full Specifications

    যৌবন

    যৌবনের ৬টি ভুল, যার খেসারত অনেক বড়

    Kaam Tamam official trailer review

    রাতের অন্ধকারে জেগে ওঠা গোপন ইচ্ছার কাহিনি!

    শালিক পাখি

    হুবহু মানুষের কণ্ঠে কথা বললো শালিক পাখি, ভাইরাল ভিডিও

    Samsung Galaxy Tab S9: Price in Bangladesh & India

    Samsung Galaxy Tab S9: Price in Bangladesh & India with Full Specifications

    Peshawar Web Series

    Peshawar Web Series: বাস্তব কাহিনির ওপর ভিত্তি করে রুদ্ধশ্বাস থ্রিলার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.