জুমবাংলা ডেস্ক: নোয়াখালী পৌরসভার টানা দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল।
আজ (১৬ জানুয়ারি) রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
তিনি জানান, নোয়াখালী পৌরসভার ৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.সহিদুল ইসলাম (স্বতন্ত্র) কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৬ ভোট।
এই পৌরসভার মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ৩৭ হাজার ৪০১ ও নারী ৩৮ হাজার ৩২৫ জন। নির্বাচনে মেয়র পদে সাতজন, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারই প্রথম পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।
বিজয়ী মেয়র প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।