Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং প্রতিরোধে নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের সময়সীমা ১২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এরআগে, গত ৪ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তে ৫ জুন শনিবার সকাল ৬টায় থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়ে ১৮ জুন রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।