
নোয়াখালী প্রতিনিধি: কার্যালয়ে অনিয়মিত উপস্থিতি, কর্মচারী নিয়োগে বাণিজ্য, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ীর পৌর মেয়র মোতাহের হোসেন মানিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।
রোববার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মোতাহের হোসেন মানিক ২০০৬ ও ২০১৪ সালে সোনাইমুড়ী পৌর নির্বাচনে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হন। তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতা গ্রহণের পর তিনি মাসে ৪-৫ দিন কার্যালয়ে উপস্থিত থাকেন। বাকী সময় থাকেন ঢাকায়। এ সময় তিনি পৌরসভার সরকারি গাড়ি পারিবারিক কাজে ব্যবহার করেন। এছাড়া বিভিন্ন সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশোভন, অশালীন মন্তব্য ও কটূক্তি করেন। পৌরসভার রোলারের গায়ে স্থানীয় সরকার বিষয়ক শ্লোগান মুছে দেন। আইনের তোয়াক্কা না করে গত বছর পৌরসভার বিভিন্ন পদে কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্য করেন।
তবে অভিযোগ অস্বীকার করে মেয়র মোতাহের হোসেন মানিক বলেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতিপূর্বে তিনি লিখিতভাবে এসব অভিযোগের জবাব দিয়েছেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পৌর মেয়র মোতাহের হোসেন মানিককে বরখাস্তের আদেশের একটি কপি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) তন্ময় দাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।