জুমবাংলা ডেস্ক : ‘নাবিক যখন শেখ হাসিনা, সব বিপদে সংকুলে পথ হারাবে না বাংলাদেশ’ স্লোগানে চট্টগ্রামের মাদারবাড়ি থেকে দেড়শ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিলেন ৫৫ বছরের বৃদ্ধ সেলিম উদ্দিন।
দলের প্রতি ভালোবাসায় নৌকার আদলে নিজের মোটরসাইকেল সাজিয়ে কক্সবাজারে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন তিনি।
বুধবার ৭ ডিসেম্বর ভোরে চট্টগ্রাম মাদারবাড়ি থেকে রওনা করে সকাল ১০টায় কক্সবাজার সমাবেশস্থলে পৌঁছান তিনি। কক্সবাজারে এসেই নৌকার প্রচারণা করেন তিনি।
সেলিম উদ্দিন জানান, আমার বাবা মৃত মো. শাহজাহান জাতির পিতা বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি আমার বাবার ভালোবাসা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শের প্রতি আসক্ত। তাই বাংলাদেশ যে প্রান্তেই আওয়ামী লীগের সমাবেশ হয় বঙ্গবন্ধু কন্যাকে এক পলক দেখতে সমাবেশে যোগ দিই।
তিনি আরও বলেন, এক সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখতে বাসে করে দেশের বিভিন্ন প্রান্তে যোগ দিতাম। এখন মোটরসাইকেল কেনার সামর্থ্য হয়েছে তাই মোটরসাইকেলকে নৌকার আদলে সাজিয়ে সমাবেশে যাই। তারই ধারাবাহিকতায় কক্সবাজারে আওয়ামী লীগের সমাবেশ এসেছি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel