মানিকগঞ্জ প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছে নেতাকর্মীরা। এরমধ্যে হরিরামপুরের গালা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে অর্ধ ডজন নেতাকর্মী। যার মধ্যে রয়েছে অবৈধ অস্ত্র ও অপহরণ মামলার অন্যতম আসামী মোঃ রাজিবুল হাসান রাজীব।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে দুই ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে ঢাকার তেজগাঁও থানায় করা এক অপহরণ মামলার প্রেক্ষিতে র্যাব-২ এর একটি অভিযানিক দল ২০১৮ সালের ১২ মার্চ রাতে হরিরামপুরের কালই এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল হাসান রাজীবসহ ১০ জনকে ৬টি ম্যাগাজিন (পিস্তল), বিপুল পরিমাণ গুলি ও ৭টি প্লাষ্টিকের হাতল যুক্ত চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করে । সেসময় গ্রেফতারকৃত রাজীবের বাড়ি থেকে অপহৃত দুই ব্যবসায়ী, মুক্তিপণের ২ লাখ ৮৫ হাজার টাকা, ৩টি খালি স্ট্যাপ ও কয়েকটি চেক (অপহৃতদের স্বাক্ষরিত) উদ্ধার করেন। এরপর অবৈধ অস্ত্র ও অপহরণ মামলার আসামীরা জামিনে বের হলেও মামলাটি এখনো জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে পরাজয়ের পর এবারো নৌকার মনোনয়ন পেতে মরিয়া বিতর্কিত সাবেক ছাত্রনেতা মোঃ রাজিবুল হাসান রাজীব। এবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা সহ নির্বাচনী এলাকায় ব্যানার, ফেস্টুন লাগিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি। এছাড়া দলীয় নেতাদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অবৈধ অস্ত্র ও অপহরণ মামলার অন্যতম আসামী রাজীবের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন চাওয়া নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ ভোটাররা জানান, একজন অস্ত্র ও অপহরণ মামলার আসামী নৌকার মনোনয়ন পেলে নৌকার প্রতি মানুষ আস্থা হারাবে। বিভিন্ন সময়ে তার সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা দেখা গেছে। এমনিতেই তার অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ট। সে চেয়ারম্যান হলে এলাকায় স্বাভাবিকভাবে জীবন-যাপন করাই মুশকিল হয়ে যাবে।
এ বিষয়ে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ রাজিবুল হাসান রাজীব বলেন, দেশে বিভিন্ন জায়গায় জেলে বসেও নৌকা প্রতীকে নির্বাচন করতে দেখা গেছে। আর আমার মামলা তো এখনো বিচারাধীন রয়েছে। আমার অপরাধ এখনো প্রমাণিত হয়নি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে দেয় আমি তার হয়েই কাজ করবো।
এ ব্যাপারে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব বলেন, কোর্টে বিচারাধীন মামলার বিষয়ে আমার কোন মন্তব্য নেই। আর মনোনয়নের ব্যাপারেও আমি কিছু বলতে পারবোনা। মনোনয়নের বিষয়টা উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন।
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, আওয়ামী লীগে বিতর্কিতদের কোন স্থান নেই। সৎ, যোগ্য, মেধাবী ও দুর্দিনের কাণ্ডারীদেরকেই মনোনয়ন দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।