Advertisement
জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে জগমনের চর নৌকা ঘাটে পরিত্যক্ত নৌকায় ৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে ওই নৌকা ঘাটে মাছটি পেয়েছেন পছির উদ্দিন নামে এক মাঝি।
জানা গেছে, প্রতিদিনের মতো পছির উদ্দিন ঘাটে নৌকা বেঁধে বাড়িতে চলে যান। সকালে এসে নৌকায় জমানো পানি নিষ্কাশন করতে গিয়ে দেখেন একটি বোয়াল মাছ। পরে মাছটি ধরে বাড়িতে নিয়ে যান।
পছির উদ্দিন বলেন, মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এসে নৌকার পানি উঠাতে গিয়ে দেখি, একটি বোয়াল মাছ। পরে ২ জন মিলে মাছটি ধরে বাড়িতে নিয়ে আসি। মাছটি বিক্রি করব না।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় বলেন, ধরলার বিভিন্ন স্থানে মাঝে-মধ্যেই বোয়াল মাছ ধরা পড়ছে। আজ মঙ্গলবার সকালে পরিত্যক্ত নৌকায় একটি বোয়াল মাছ পাওয়ার সংবাদ পেয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।