জুমবাংলা ডেস্ক : নৌপথ-নদীবন্দর ব্যবহার করে মানুষ উপকৃত হচ্ছে কি না সে বিষয়ে লক্ষ্য রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (২০ মার্চ) প্রতিমন্ত্রীর সঙ্গে তার মিন্টো রোডের বাস ভবনে বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পর্ষদের সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
বিআইডব্লিউটিএ’র টোটাল ডেভেলপমেন্ট এবং চারিত্রিক কাঠামো অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের ওপর নির্ভর করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, সেখানে কিছু প্রশ্ন থাকতেই পারে। কাজটি সঠিকভাবে করছি কি না- সেটা হলো বড় বিষয়। সরকারের দায়িত্ব হচ্ছে পথ দেখানো। সে পথে সবাই হাঁটবে।
তিনি বলেন, নৌপথ-নদীবন্দর এগুলো ঠিক আছে কি না, মানুষ এগুলো ব্যবহার করে উপকৃত হচ্ছে কি না-সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, আমাদের মূল জায়গাটি হলো মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ। সে আদর্শকে ধারণ করে কাজ করুন।
বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি রকিবুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।