বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কখনো কী লক্ষ্য করেছেন, ন্যাচারাল নাম্বার্স বা অখণ্ড সংখ্যাগুলোর মধ্যে এই অসাধারণ যোগসূত্রটি?
১+২ = ৩
৪+৫+৬ = ৭+৮
৯+১০+১১+১২ = ১৩+১৪+১৫
১৬+১৭+১৮+১৯+২০ = ২১+২২+২৩+২৪
২৫+২৬+২৭+২৮+২৯+৩০ = ৩১+৩২+৩৩+৩৪+৩৫
৩৬+৩৭+৩৮+৩৯+৪০+৪১+৪২ = ৪৩+৪৪+৪৫+৪৬+৪৭+৪৮…
এখন পরীক্ষা করে দেখুন, এরপরের সংখ্যাগুলোর ধারাটি যতই বড় হোক না কেন, এই যোগসূত্রটি এভাবেই চলতে থাকবে অনন্ত ধারায়। এর কোন হেরফের হবে না এই সংখ্যাধারা আবিষ্কার করেন, জনাব এ কে বজলুল করিম। উনি একজন বাংলাদেশী গণিতজ্ঞ। অখন্ড সংখ্যাগুলোকে এরকম সহজ সুন্দর বিন্যাসে সাজানো যেতে পারে এটা ওনার আগে কেউ লক্ষ্য করেননি।
থিওরি অফ নাম্বার্সের ক্ষেত্রে এটি একটি অনন্য সংযোজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।