আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “নারায়ণগঞ্জ একসময় গডফাদারদের নিয়ন্ত্রণে ছিল, যেখানে ন্যায়বিচার পাওয়া ছিল কঠিন। আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করতে চাই। তাই ন্যায়বিচারের নতুন সূচনা আমরা নারায়ণগঞ্জ থেকেই শুরু করছি। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের জায়গা থেকে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই।”
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “নিম্ন আদালতে সংস্কার হলেও যদি উচ্চ আদালতে তা না হয়, তাহলে বিচারপ্রার্থীরা সুফল পাবে না। অনেক মামলা নিম্ন আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ধরে ঝুলে থাকে। যেমন—শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিম্ন আদালতে এক মাসে বিচার শেষ হলেও, উচ্চ আদালতে সেটা কবে শেষ হবে বলা যায় না।”
তিনি অভিযোগ করেন, “উচ্চ আদালতের বিচারকরা অনেক সময় নিম্ন আদালত পরিদর্শনে যান, কিন্তু তা অনেক ক্ষেত্রে আনন্দ ভ্রমণে পরিণত হয়।”
ড. আসিফ নজরুল বলেন, “আমরা লিগ্যাল এইড ব্যবস্থার সংস্কার করেছি যেন ছোটখাটো বিরোধ নিয়ে আর কোর্টে না যেতে হয়। এটি পাইলট পর্যায়ে রয়েছে। আশা করছি, আগামী ২–৩ মাসের মধ্যেই ই-বেইলবন্ড ও অনলাইন লিগ্যাল এইড সারাদেশে ছড়িয়ে দেওয়া যাবে।”
তিনি আরও বলেন, “আমরা যে সংস্কারগুলো হাতে নিয়েছি, তার মূল লক্ষ্য হচ্ছে—ন্যায়বিচার নিশ্চিত করা, বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানো এবং অর্থের সাশ্রয় করা।”
সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ পদ্ধতি নিয়েও কথা বলেন ড. আসিফ নজরুল। তিনি জানান, “ডাক্তার, ম্যাজিস্ট্রেট, পুলিশসহ সরকারি কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণকে দ্রুত ও কার্যকর করতে অনলাইনভিত্তিক সাক্ষ্য প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, বিচারব্যবস্থার আধুনিকায়ন ও জনগণের ভোগান্তি কমানোর লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-বেইলবন্ড প্রবর্তন করা হয়েছে। এতে বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীদের সময় ও ব্যয় সাশ্রয় হবে। নারায়ণগঞ্জ জেলায় আজ থেকে এই কার্যক্রম শুরু হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।