জুমবাংলা ডেস্ক : ফেসবুকে ন্যাশনাল ব্যাংক নিয়ে ভুয়া তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মোস্তাক আহমেদ শাহিন ভোলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ন্যাশনাল ব্যাংক থেকে ২০ কোটি টাকা উত্তোলন করে তা রুপি করে ভারতে পাচার করা হবে বলে মোস্তাক শাহিন তার ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ায়। এ ঘটনায় ন্যাশনাল ব্যাংকের ভোলা শাখার ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাদী হয়ে শাহিনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা করেন।
ওই মামলায় বৃহস্পতিবার রাতে পুলিশ ইন্সিপেক্টর রিপন সাহা ও এসআই সোহেল মোল্লা অভিযান চালিয়ে শহরের মুসলিম পাড়া এলাকার নিজ বাসার সামনে থেকে শাহিনকে গ্রেফতার করে। এসময় তল্লাশি করে তার কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয় বলে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।