জুমবাংলা ডেস্ক : ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি উন্নত কোর ব্যাংকিং সিস্টেম (CBS) টেমেনোস ২২ সংস্করণে সফলভাবে মাইগ্রেশন সম্পন্ন করেছে।
এই আধুনিক সিস্টেমটি উন্নত প্রযুক্তি, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা, উন্নত ব্যবসায়িক বিশ্লেষণ এবং গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনার উন্নত বৈশিষ্ট্যসমূহ নিয়ে এসেছে, যা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে সফল আপগ্রেডেশন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দিন আহমেদ। এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সৈয়দ রইস উদ্দিন ও ইমরান আহমেদ, এসইভিপি ও আইটি বিভাগের প্রধান কাজী কামাল উদ্দিন আহমেদ, ব্যাংকের অন্যান্য বিভাগীয় প্রধানগণ এবং টেমেনোস, বিজিআই ও এফডিএস-এর প্রতিনিধিগণ এই উদযাপন অনুষ্ঠানে অংশ নেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel