জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলায় আজ বুধবার কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে নড়াইল সদর উপজেলার পল্লী উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, জেলা পল্লী উন্নয়ন অফিসের উপ-পরিচালক সুজিত কুমার বিশ্বাস, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মানস কুমার হালদারসহ সংশ্লিষ্টরা।
সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সূত্রে জানাগেছে, জেলার ১৪ জন কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তার মাঝে ২১ লক্ষ টাকার প্রধানমন্ত্রীর প্রনোদনা ঋণ বিতরণ করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।