জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলার তিন উপজেলায় চলতি অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কাবিখার আওতায় ২কোটি ৪৫লাখ ৯৫হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।এছাড়া কাবিখা প্রকল্পে ৫২০ মেট্রিক চাল এবং ৫২০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কাবিখার আওতায় নড়াইল ১ ও নড়াইল-২ সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ১কোটি ৫১লাখ ১৭হাজার ৮৪৮টাকা এবং চাল ৩১৯ মেট্রিক টন ও গম ৩১৯ মেট্রিক টন।এছাড়া এ প্রকল্পে তিন উপজেলার জন্য ৯৪লাখ ৭৭হাজার ৪৩৮টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এর মধ্যে নড়াইল সদর উপজেলার জন্য ৩৪লাখ ৭১হাজার ৭৬৯টাকা, লোহাগড়া উপজেলার জন্য ৩১লাখ ৪১হাজার ৯৯২টাকা এবং কালিয়া উপজেলার জন্য ২৮লাখ ৬৩হাজার ৬৭৫টাকা বরাদ্দ দেয়া হয়েছে।এছাড়া তিন উপজেলার জন্য ২শ’ মেট্রিক টন চাল এবং ২শ’ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, জেলার তিন উপজেলার স্কুল,কলেজ,মাদ্রাসা, মসজিদ, মন্দির,গীর্জাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং জনগুরুত্বপূর্ণ কাজে কাবিখা’র টাকা, চাল ও গম ব্যয় করা হবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।