
Advertisement
জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে ১০টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে চাল ডিলার আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক(এসআই) মিল্টন কুমার দেবদাস বাসসকে জানান, উপজেলার আড়িয়ারা গ্রামের হেমায়েত শেখের ছেলে ডিলার আশরাফ আলীর বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য দেয়া ১০টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির ঘটনায় গত ১৬ এপ্রিল লোহাগড়া থানায় মামলা হয়।
মামলার পর বেশ কয়েকদিন তিনি পলাতক ছিলেন। গতকাল রাতে আশরাফ আলী তার নিজ বাড়িতে অবস্থান করার খবর পেয়ে আজ ভোররাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।