
Advertisement
নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ের পাশের বিলে বজ্রপাতে ইয়াছিন শিকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন শিকদার পৌরসভার ডুমুরতলা গ্রামের লুৎফর শিকদারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন এবং নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ইয়াছিনসহ ৫/৬ জন কৃষক ঘোড়াখালী মোড়ের পাশের বিলে ধান কাটার জন্য যান। ধান কাটা অবস্থায় সকাল ১০টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত ইয়াছিনের শরীরের পড়লে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা কৃষকরা চিকিৎসার জন্য ইয়াছিনকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতের সময় ইয়াছিনের সঙ্গে থাকা অন্য কৃষকরা অক্ষত আছেন বলে জানান ওসি ইলিয়াছ হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।