নড়াইলে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

নড়াইল

জুমবাংলা ডেস্ক: নড়াইল জেলায় আজ সকালে “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “ মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সুবর্ণজয়ন্তী র‌্যালী অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী মেলা মঞ্চ  চত্বরে  এ  সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

নড়াইলশিল্পকলা একাডেমি সুবর্ণজয়ন্তী মেলা মঞ্চ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর মুক্তিযোদ্ধোদের নিয়ে সুসজ্জ্বিত গাড়ীর “ সুবর্ণজয়ন্তী র‌্যালী” নিয়ে জেলার তিন উপজেলা প্রদক্ষিণের উদ্যেশ্যে ছেড়ে যায়।

জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান, সাবেক  মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস,এ, মতিন, বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমূখ।

সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, সাংবাদিক,এনজিও প্রতিনিধি  এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস