জুমবাংলা ডেস্ক: চলতি বোরো মৌসুমে নড়াইল জেলার সদর উপজেলায় কৃষকের আ্যপস’র মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা খাদ্য গুদামে ধান চাল চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুল ইসলাম। সরকারকারিভাবে প্রতি কেজি ধানের দাম ২৭ টাকা এবং চালের দাম প্রতি কেজি ৪০টাকা নির্ধারণ করা হয়েছে।কৃষকরা সরাসরি সরকার নির্ধারিত এ দামে সরকারি খাদ্য গুদামে ধান এবং খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ মিলাররা চাল বিক্রির সুযোগ পাবেন।
নড়াইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র জানান, কৃষকের অ্যাপসের মাধ্যমে ও কৃষি বিভাগের করা কৃষক তালিকা থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।সদর উপজেলায় এ মৌসুমে ৫হাজার ২১৩ জন কৃষকের অ্যাপসের মাধ্যমে আবেদন করেছেন। ধান চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।