Advertisement
জুমবাংলা ডেস্ক: মহামারি করোনা প্রতিরোধে দেশব্যাপী চলছে ৭ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ শুক্রবার। নড়াইলে লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল চলছে।
জানাগেছে, সকাল থেকে বাস, ইজিবাইক, ভ্যানসহ যানবহন চলাচল বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় এবং মাছসহ কাচা বাজার খোলা থাকবে দুপুর ১২ টা পর্যন্তু। শহরের গুরুত্ব পূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি তল্লাশিও চালানো হচ্ছে। পুলিশ টহলের পাশাপাশি শহরে সোনাবাহিনীর টহল রয়েছে।
নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত যশোর সেনানিবোসের মেজর আতিক বলেন, মহামারি করোনাকালে সরকার এবং সেনা প্রধানের নির্দেশ ক্রমে জেলা প্রাসনের সাথে আমরা কাজ করছি। মহামারি করোনার মধ্যে সরকারি নির্দেশ মেনে চলার জন্য তিনি সকলকে অনুরোধ জানান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।