জুমবাংলা ডেস্ক : বরগুনা শহরে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে হ*ত্যার প্রধান আসামি সন্ত্রাসী নয়ন বন্ড পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নি*হত হলেও দুই নম্বর আসামি সন্ত্রাসী রিফাত ফরাজীকে সুস্থভাবেই গ্রেফতার করা করা হয়েছে। পুলিশের দাবি- রিফাত ফরাজী নি*হত নয়ন বন্ডের মতো পালানোর চেষ্টা করেছি।
আলোচিত এই হ*ত্যাকাণ্ডের ৭ দিনপর রিফাত ফরাজীকে মঙ্গলবার (২ জুলাই) রাতে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় তাকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ও বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি শফিকুল ইসলাম রিফাত হ*ত্যা মামলার অগ্রগতি সাংবাদিকদের নিকট তুলে ধরে। তিনি সাংবাদিকদের বলেন, অন্যান্য আসামিরা খুব দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার হবে। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে রিফাত ফরাজীকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে কিছুই জানাতে রাজি হননি তিনি।
গ্রেফতারের সময় রিফাত ফরাজী নয়ন বন্ডের মত পালানোর চেষ্টা করেছিল কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, না, রিফাত ফরাজী পালানোর চেষ্টা করেনি। যার জন্য তাকে সহজে গ্রেফতার করা গেছে।
এক প্রশ্নের জবাবে ডিআইজি শফিকুল ইসলাম বলেন, আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই দেখছি। কোন নেতার আত্মীয় বা কি এটা বিবেচ্য বিষয় নয়। এ পর্যন্ত রিফাত হ*ত্যা মামলায় নি*হত নয়ন বন্ডসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel