Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর বাদামতলী এলাকায় মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করায় দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে র্যাব-১০ এর সহযোগিতায় চালানো ওই অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ও পঁচা খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করায় রাজধানীর বাদামতলীর মেসার্স রাফিয়া এন্টারপ্রাইজ ও মনির এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মো. সারওয়ার আলম আরও জানান, এ ছাড়া অভিযানকালে দুই টন খেজুর জব্দ করা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



