বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কমতি নেই তার অগণিত ভক্তদের। একাধিক নারীর সঙ্গে প্রণয় সম্পর্কে জড়িয়ে ভাইজান খবরের শিরোনাম হয়েছেন বহুবার। এমনকি তার নামের পাশে বসেছে ‘বিগহার্ট লাভারবয়’ তকমাও।
তবে ৫৪ বছর বয়সী সালমান খান আজও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। কবে মনের মানুষের সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন নাকি আদৌ বসবেন না, তা নিয়ে ভক্তকুলের মাঝে জল্পনা তুঙ্গে। শুধু তাই নয়, বিয়ের বিষয়টি জানতে চাওয়া হলে বরাবরই হেসে উড়ে দিয়েছেন এই চিত্রতারকা।
আপাতত ভাইজান টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস ১৪’ সিজন নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে গেল বছরের শো’তে নিজের মনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। বলিউড অভিনেত্রী কাজলের প্রশ্নে সুলতান জানিয়েছিলেন তার ছোটবেলায় হারিয়ে যাওয়া প্রেমের কথা। আর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমার প্রচারের জন্য বিগ বস ১৩ সিজনে হাজির হয়েছিলেন অজয়-কাজল দম্পতি। সেখানে কাজল সবার সামনেই সালমানকে জিজ্ঞেস করেন, আপনার কখনো কাউকে ভালো লেগেছে কিন্তু তাকে মনের কথা বলতে পারেননি? এমন প্রশ্নের উত্তরে সালমান বলেন, ‘হ্যাঁ, পছন্দের মানুষকে কখনোই মনের কথা বলতে পারেননি। এমনকি তার সঙ্গে দেখা করতে গিয়ে কুকুরের কামড় পর্যন্ত খেয়েছিলেন তিনি।’
সালমান আরও বলেন, পনেরো বছর আগে আমাদের আবারও দেখা হয়েছিলো। তখন তাকে দেখে আমি নিজেকে ভাগ্যবান মনে করেছিলাম। কেননা সে ততদিনে দাদি হয়ে গিয়েছে। তার সঙ্গে আমার বিয়ে হলে এতদিনে সবাই আমাকেও দাদা বলে সম্বোধন করতেন। এমন কথা বলার পরেই অট্টহাসিতে ফেটে পড়েন বলিউডের প্রভাবশালী এই সুপারস্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।