
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছোট দেওলিয়া গ্রামে।
নিহত যুবকের নাম রাজু পালমা (২৫)। তিনি ছোট দেওলিয়া গ্রামের রিচার্ট পালমার ছেলে। রাজু ইরাক প্রবাসী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত চার মাস আগে রাজু ইরাক থেকে দেশে এলে ছেলের বিয়ের জন্য বিভিন্ন জায়গায় পাত্রী দেখে বিয়ে ঠিক করেন তার পরিবারের লোকজন।
এদিকে ওই যুবক পছন্দের মেয়েকে বিয়ে করার কথা পরিবারের কাছে জানান। এ নিয়ে তার পরিবারের সঙ্গে চলতে থাকে মতবিরোধ।
সোমবার বিকালে রাজু পালমা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ তার রুমের দরজা বন্ধ থাকায় রাত ৮টার দিকে তার মা ছেলেকে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখে থানায় জানান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় নিহত ওই যুবকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


