পঞ্চগড় প্রতিনিধি: তীব্র শীতে দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের অসহায় ও দুস্থ মানুষের ভোগান্তি নতুন নয়। তবে এবারের ভোগান্তিটা একটু বেশি। কারণ কয়েক সপ্তাহ ধরে এখানে শীত জেঁকে বসেছে। শীত নিবারণের মতো ন্যূনতম সম্বলটুকুও নেই অনেক অসহায় ও দুস্থ মানুষের।
সরকার এবং বিভিন্ন সংগঠনের পাশাপশি এই জেলার শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা।
আজ (২৯ জানুয়ারি) জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ টাউন পাবলিক ক্লাবের টাউন হলে শীতার্ত মানুষের মধ্যে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম রবি এবং কার্য-নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সামিউর রহমান জিপু।
এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, দেবিগঞ্জ পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, আলহাজ্ব গিয়াস উদ্দীন চৌধুরী। কম্বল বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুর রহমান লাবু।
রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতি ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ নূরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় রংপুর বিভাগের আট জেলায় শীতার্তদের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
এর আগে গত বছর করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ এবং বন্যার্তদের মাঝে খাদ্য ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে রংপুর বিভাগ সমিতি, ঢাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।