
স্পোর্টস ডেস্ক : করোনার বিস্তার ঠেকাতে লকডাউন চলছে পুরো দেশজুড়ে। গৃহবন্দি জীবনযাপনে ঘর থেকে বের হতে না পেরে বেশ বিপাকেই পড়েছেন নিম্ন আয়ের লোকজন। এমন পরিস্থিতিতে বন্ধ আছে খেলা। এতে আয়ের উৎসে ভাটা পড়েছে ক্রিকেটের টিম বয় ও ম্যাসাজম্যানদের। তাদের পাশে এসে দাঁড়িয়েছেন টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব, দিয়েছেন ৫ লক্ষ টাকা। সেই টাকা এরই মধ্যে হাতে পেয়েছেন টিম বয় ও ম্যাসাজম্যানরা।
খেলা বন্ধ তো আয়ের পথও বন্ধ। বোর্ডের সাথে চুক্তিতে না থাকায় করোনাকালে বাংলাদেশ ক্রিকেটের টিম বয় ও ম্যাসাজম্যানদের বর্তমানে অর্থকড়ি উপার্জনের সুযোই নেই। যে কারণে তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার।
মূলত পঞ্চপাণ্ডব নামে খ্যাত মাশরাফী বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ; এই পাঁচ ক্রিকেটার নিজেদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটারদের সাথে কাজ করা টিম বয় ও ম্যাসাজম্যানদের দিকে। প্রত্যেকে ১ লক্ষ করে
সর্বমোট ৫ লক্ষ টাকা দিয়েছেন তারা।
এই টাকা এরই মধ্যে বুঝে পেয়েছেন টিম বয় ও ম্যাসাজম্যানরা। তাদের সমন্বয়ক হিসেবে ছিলেন দেলোয়ার হোসেন সেন্টু। ৫ লক্ষ টাকা কতজন, কীভাবে, কত টাকা করে ভাগে পেয়েছেন, তা গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সেন্টু বলেন, ‘এখানে আমরা সর্বমোট ৪০ জন আছি। সবাই ১০ হাজার টাকা করে ভাগ করে নিয়েছি। টিম বয় আর ম্যাসাজম্যান আমরা যারা আছি তারা ৪০ জন ৪ লক্ষ টাকা নিয়েছি। আর বিসিবির যারা আছে, ওখানকার টিম বয়, গ্রাউন্ডসম্যান যারা আছে, তাদের দিয়েছি ১ লক্ষ টাকা। এই সব মিলে ৫ লক্ষ টাকা।’
‘আমরা যেমন পরিস্থিতির শিকার। এখন সবাই একইরকম অবস্থায় আছে। ওনারা (পঞ্চপাণ্ডব) আমাদেরকে বলেছে আপাতত আপনাদের এটা দিলাম, এটা তো তেমন কিছুই না, দেখি কী হয়।’ সাথে যোগ করেন তিনি।
শুধু করোনাকালে নয়, সবসময়ই টিম বয় এবং ম্যাসাজম্যানরা পাশে পেয়েছেন পঞ্চপাণ্ডবকে। খেলা না থাকলে বরাবরই অর্থ সহায়তা পেয়েছেন সেন্টুরা।
এটাকে ভালোবাসা উল্লেখ করে সেন্টু জানান, ‘এই টাকাটা আমরা রোববারই হাতে পেয়েছি। সোমবার সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। ভাইয়েরা যা দিয়েছেন, তা আমাদের জন্য তাদের ভালোবাসা। ওনারা আমাদের সবসময় সাহায্য করেন। যেকোনো টুর্নামেন্টে আমরা যখন ওনাদের সাথে জড়িত থাকি, তখন আমাদের অনেক সাহায্য করেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।