পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ট্রাফিক পুলিশ বক্সের কাছাকাছি অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুমকি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সড়কের পার্শ্বে পড়ে থাকা যুবকের রক্তমাখা লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। পরে লাশটি লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে আত্মীয় পরিচয়ে একজন যোগাযোগ করেছেন। পরিচয় শনাক্তকরণে থানায় তাদের উপস্থিতি সহায়ক হবে।
দুমকি থানার ডিউটি অফিসার বলেন, প্রাথমিকভাবে এটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
লেবুখালী পায়রা সেতু দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের একটি ঐতিহ্যবাহী সেতু। প্রতিদিন শত শত যানবাহন এ সেতুর ওপর দিয়ে চলাচল করে। এমন কৌশলগত স্থানে অজ্ঞাত যুবকের রক্তমাখা লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ও প্রশ্ন তৈরি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।