পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া গরিব-অসহায় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে জেলার কাজী আবুল কাশেম স্টেডিয়ামে পৌরসভার ৬ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকের মধ্যে জেলা প্রশাসন চাল, ডাল ও আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামছুর রহমান। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আ. মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।