জুমবাংলা ডেস্ক: পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্য পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রয় করার অভিযোগে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারের ৯ জন দোকানদারকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খবর ইউএনবি’র।
রবিবার দুপুরে শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় তিনি আড়পাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহায়া টেডার্সের মালিক হরসিৎ সাহাকে ৫০ হাজার অনাদায়ে ১৪ দিনের কারাদণ্ড, ভেজাল সাহাকে ২০ হাজার, দুটি ফলের দোকানদারকে ২০ হাজার, পাঁচজন মুদি দোকানদারকে ১১ হাজার ৫০০ টাকাসহ মোট ৯টি দোকানে প্রায় ১ লাখ টাকা জরিমানা করেন।
এ সময় শালিখা থানা পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান মাসজুড়ে এ অভিযান চলমান থাকবে বলে জানান মো. মনিরুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।