অন্যরকম খবর ডেস্ক : হাতের উপর উড়ে এসে বসে পড়ল পদ্ম! স্বপ্ন নয়, বাস্তবে এমনটাই ঘটল তরুণের সঙ্গে। পতঙ্গের পিঠের দিকে তাকালে মনে হয় যেন সেখানে ফুল ফুটেছে। এই কথা জানতে পেরেই ঠিকানা জেনে সেখানে ছুটে যান তরুণ।
বরফে ঢাকা পাহাড়ের দুর্গম পথ পেরোনোর সময় এক স্বর্গীয় দৃশ্যের সাক্ষী থাকেন তিনি। সূর্যোদয়ের সময় যখন পাহাড়ের গায়ে সূর্যের আলো সোনার মতো ছড়িয়ে পড়েছে, তখন তরুণের তালুতে উড়ে এসে বসল বিশাল এক পতঙ্গ। যার পিঠের দিকে তাকালে মনে হয় সাদা রঙের পদ্ম ফুটে রয়েছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওলেগ.পার্স’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চারদিকে বরফে ঢাকা পাহাড়। দুর্গম পথ দিয়ে পাহাড়ে ট্রেক করে উঠছেন কয়েক জন পর্বতারোহী। পাহাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছেন সকলে। এক তরুণ শূন্যে তাঁর হাত মেলে ধরলে তালুর উপর এক বিশাল পতঙ্গ উড়ে এসে বসে পড়ল। পতঙ্গের পিঠ দেখলে মনে হবে যেন একটি সাদা পদ্ম ফুটে রয়েছে।
আসলে বিরল প্রজাতির এই পতঙ্গের নাম লোটাস ম্যান্টিস। সাধারণত বিপদ বুঝে নিজেকে রক্ষা করতে অথবা অন্য পতঙ্গ শিকার করতে ম্যান্টিসের এই ফুলের মতো পিঠ কাজে লাগে। পতঙ্গের রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তরুণ। ভিডিয়োটি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘পতঙ্গটি কী সুন্দর দেখতে!’’ আবার সন্দেহ প্রকাশ করে এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘এমন কি বাস্তবেই রয়েছে? আমার মনে হয় কৃত্রিম প্রযুক্তির সাহায্য নিয়ে এমন অপূর্ব পতঙ্গ তৈরি করা হয়েছে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।