জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২৮ জন কর্মকর্তাকে উপ-পরিচালকের (ডিডি) র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।
রবিবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরের অপস কনফারেন্স কক্ষে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এসময় আনসারের অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপ-মহাপরিচালক প্রশাসন কর্নেল নাজিম উদ্দিন, উপ-মহাপরিচালক অপারেশন্স একেএম জিয়াউল আলম, বিভিন্ন রেঞ্জ কমান্ডার, আনসার একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, পরিচালকসহ সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আড়ম্বরপূর্ণভাবে বিভিন্ন ইউনিট থেকে কর্মকর্তাকে সদর দপ্তরে এনে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাহিনীর মহাপরিচালক তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পরিচালক পদে ২০১৮ সালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৫ বছর সন্তোষজনকভাবে কর্মজীবন অতিক্রম করায় গত ২১ সেপ্টেম্বর ২৮ জন কর্মকর্তাকে উপ-পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন। তিনি সবাকে ‘চেইন অব কমান্ড’ মেনে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে উপ-পরিচালক আনোয়ার হোসাইন সরকার অনুভূতি প্রকাশ করেন। তিনি বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তা ও পদোন্নতি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।