বিনোদন ডেস্ক: অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল পদ্মা সেতু নিয়ে নির্মিত ‘পদ্মা পাড়ি’ সিনেমাটি। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন এর প্রযোজক।
বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত আলী আজাদ পরিচালিত ‘পদ্মা পাড়ি’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন। তার সঙ্গে আছেন অলিভিয়া মাইশা। ধীমন বলেন, ‘সেন্সর আগেই হয়ে গেছে, আজ বুধবার সার্টিফিকেট হাতে পেয়েছি। ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি।’
বাংলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত এই সিনেমাটি ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ নামে সেন্সর বোর্ডে জমা দেয়া হলেও আপত্তির মুখে সিনেমাটির নামকরণ করা হয় ‘পদ্মা পাড়ি’।
জানা গেছে, পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকার মধ্যেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিমেল রাজ, খুকুমনি , রায়হান মুজিব, শান্তা পাল, আনোয়ার সিরাজী, সাইফুল ইসলাম প্রমুখ। সংগীত পরিচালনায় বোরহান বাবু, চিত্রগ্রহণে বড়ুয়া প্রনোজিত ইমন, সম্পাদনায় বড়ুয়া সুরজিত শিমন, নৃত্য পরিচালনায় মাইকেল বাবু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।