জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতু এলাকা থেকে আটক হওয়া ভারতীয় যুবক উপেন্দ্র বিহারের ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন।
পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালতটির বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব ৬ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।
জামাল হোসেন জানান, উপেন্দ্র বিহার ভারতের আসাম এলাকার বিন্দাশ্রী বিহারের সন্তান বলে দাবি করেছেন। পাগলবেশ অবস্থায় পদ্মা সেতুর মাওয়া সংরক্ষিত এলাকা কন্সট্রাকশন ইয়ার্ডে প্রবেশের চেষ্টা চালায়। সেনাবাহিনী তাকে আটক করে মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে লোহজং পুলিশকে হস্তান্তর করে। বাংলাদেশে প্রবেশের ভিসা বা পাসপোর্ট কিছুই দেখাতে পারেনি। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ বুধবার আদালতে সোপর্দ করলে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।