মুন্সিগঞ্জ প্রতিনিধি: পদ্মা সেতুর কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এই কাজ শুরু হয়।
পদ্মসেতুর কার্পেটিংয়ের কাজ সরাসরি মনিটর করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ৪০ নম্বর পিলার থেকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। নিয়মিত কাজ করলে প্রায় ৪ মাস লাগবে পিচ ঢালাইয়ের কাজ শেষ করতে। বর্তমানে আড়াই ইঞ্চি পুরু পিচ ঢালাই করা হচ্ছে। পরে এর উপর আরও দেড় ইঞ্চি পিচ ঢালাই করা হবে।
তিনি আরও জানান, পিচ ঢালাই কাজের পাশাপাশি ডিসেম্বর মাসে সড়কবাতি বসানোর কাজও শুরু হবে।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এরই মাঝে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৮৯ শতাংশ। নদী শাসন কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। এরই মধ্যে পদ্মার বুক জুড়ে সগৌরবে দৃশ্যমান স্বপ্ন ও সাহসের ‘পদ্মা সেতু’।
আগামী জুন মাসের আগেই সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে যাবে। এরপর পারাপার হবে স্বপ্ন, উন্মোচিত হবে অমিত সম্ভাবনার দ্বার। চলাচল হবে গতিময়। বাড়বে প্রবৃদ্ধি, আসবে সমৃদ্ধি।
এর আগে গত ১৩ জুলাই পিচ ঢালাইয়ের কাজ টেস্টিং করা হয়। তখন সেতুর জাজিরা প্রান্তে ৪১ নম্বর স্প্যানে রোডওয়েতে পিচ ঢালাইয়ের কাজ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।