জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটের কাছে মাছটি ধরা পড়ে। মাছটি পরে ২৯ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে ঘাটে এসে খবর পাই ছ্যাইক্যা মোল্লার আড়তে ২২ কেজি ওজনের বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নিয়েছি। পরে মাছটি ঢাকার মৌচাক এলাকার এক ব্যবসায়ীর কাছে ২৯ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মায় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাশসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। মাছগুলো পেয়ে স্থানীয় জেলেরাও বেশ খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।