জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিলুপ্ত প্রায় সাড়ে ৭ কেজি ওজনের ঢাই মাছ ধরা পড়েছে জেলেদের জালে।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদুরে পদ্মা নদীতে জেলে নুরুল হালদারের জালে মাছটি ধরা পরার পর ২ হাজার ৮শত টাকা কেজি দরে মোট ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বিলুপ্ত প্রায় এত বড় ঢাই মাছ এক নজর দেখার জন্য উৎসুক জনতা ফেরি ঘাটে ভিড় করেন।
দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, বৃহস্পতিবার সকালে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে জেলে নুরুল হলদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পরে। মাছটিকে আড়তে নিয়ে আসলে ২১ হাজার টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ঢাকার ব্যাবসায়ীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, এ বছর মৎস অভিযান সফল হওয়ায় পদ্মা ও যমুনার নদীর মোহনায় প্রায়ই জেলেদের জালে বড় বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে। তবে বিলুপ্তপ্রায় এত বড় ঢাই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


