জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর পদ্মা নদীতে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
শনিবার (১০ জুলাই) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-যমুনার মোহনায় নিরঞ্জন হলদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো: শাহজাহান শেখ ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২২ হাজার ১০০ টাকায় বোয়াল মাছটি কিনে নেন। পরে তিনি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৪০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। বড় আকৃতির বোয়াল বিক্রি হবে ঘটনাটি জানার পর ঘাট এলাকায় স্থানীয় বাসিন্দা সহ ঘাট দিয়ে যাতায়াতরত যাত্রীরা ভিড় করেন।
জেলে নিরঞ্জন হালদার বলেন, প্রতিদিনের মতো তিনি পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘ সময় তেমন কোন মাছ পাওয়া যায়নি। তবে শুক্রবার ভোরে বড় আকারের একটি মাছ জালে আটকা পড়ে। ঘণ্টাখানেক চেষ্টার পর তিনি মাছটি নৌকায় তোলেন।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো: শাজাহান শেখ বলেন, বড় মাছটি কিনতে পেরে আমি খুব খুশি। আমার কাছে বড় বোয়ালের চাহিদা ছিলো। সেই চাহিদা মোতাবেক মাছটি ক্রয় করে ঢাকায় ব্যবসায়ীর কাছে ফোন করার সাথে সাথেই মাছটি পাঠিয়ে দিতে বলেন। তিনি আমাকে কিছু বকশিস দিবেন বলে জানিয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা নদীতে আরো বড় আকৃতির মাছ পাওয়া যাবে। মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য পদ্মা-যমুনার মোহনায় আমাদের বিশেষ নজরদারি রয়েছে। তাছাড়া বর্তমানে পদ্মায় চায়না দোয়ারি নামের ভয়াবহ এক জাল দিয়ে কিছু জেলে মাছ শিকার করছে। দ্রুত সময়ের মধ্যে এগুলোর ব্যপারে অভিযানে নামা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



