
বিনোদন ডেস্ক : পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সোমবার (৩০ ডিসেম্বর) মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রিয় তারকা।
এ ব্যাপারে পূর্ণিমা গণমাধ্যমে বলেন, ‘অনেক আগে থেকেই ইচ্ছে ছিল পবিত্রভূমি মক্কা-মদীনায় যাবো, ওমরাহ হজ পালন করবো। অবশেষে আল্লাহ রহমত করলেন, ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। আগামীকাল সোমবার ঢাকা ছাড়বো। ৯ দিনের জন্য হবে এই সফর। সবার কাছে দোয়া চাই আমি।
এদিকে রবিবার থেকে গুঞ্জন উঠেছে পূর্ণিমা নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন। পূর্ণিমা বলেন, ‘এটা মিথ্যে খবর। অভিনয় আমার পেশা। ধর্ম পালন করাটা আমার দায়িত্ব। ‘
অর্থাৎ আপাতত অভিনয় ছাড়ার কোনও ইচ্ছে নেই তার। মাত্র ১৬ বছর বয়সে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে জগতে পথচলা শুরু হয় তার।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। সেই থেকেই শুরু আজ অবধি পর্যন্ত নিজের রূপের গুণের মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন।
অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ছবির মাধ্যমে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।