আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র দুইদফা বৈঠক করার পর আবারও আলোচনার আগ্রহ প্রকাশ করেছে দু’দেশ। সিদ্ধান্ত অনুযায়ী পরোক্ষ সংলাপের পরবর্তী পর্ব ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান। সোমবার (২১ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, এই আলোচনার উদ্দেশ্য হলো পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আমরা বিশ্বাস করি এবং এটাই বাস্তবতা যে, এই দমনমূলক নিষেধাজ্ঞাগুলোর কোনো ভিত্তি নেই।
পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবুও এ নিয়ে বিগত কয়েক দশকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো অবৈধ, অন্যায্য ও নিষ্ঠুর।
এর আগে গত শনিবার রোমে দ্বিতীয় দফায় পরোক্ষ বৈঠক করে দু’দেশ। পরোক্ষ বৈঠক হলেও মধ্যপ্রাচ্যের মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনার এক পর্যায়ে মুখোমুখি কথা বলেছেন বলে জানা গেছে।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচির সমাপ্তি ঘটানোর জন্য এই আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। কারণ এর আগে প্রথমবার মার্কিন প্রশাসনের ক্ষমতায় আসার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছিলেন ট্রাম্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।