আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার পুরোপুরি বাস্তবায়িত হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ একথা জানিয়েছেন। খবর পার্সটুডে’র।

তিনি বলেছেন, আমরা যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের দারপ্রান্তে রয়েছি তখন কোনো কোনো বিশ্লেষক দাবি করছেন, এবারের চুক্তি হবে আগের চুক্তির চেয়ে দুর্বল। কিন্তু বাস্তবতা হচ্ছে, এবার যে চুক্তিটি হতে যাচ্ছে তাতে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমেঝাতা দুর্বল হবে না।
উলিয়ানোভ বলেন, আমরা পরমাণু সমঝোতাকে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেব। এর ফলে আগে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো ক্ষতি হবে না।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গত ১৮ ফেব্রুয়ারি বলেছিলেন, তিনি আশা করছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে সংলাপ চলছে তা খুব শিগগিরই একটি ভালো চুক্তির দিকে নিয়ে যাবে।
৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার জন্য শুক্রবার জার্মানি পৌঁছার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “ভিয়েনা সংলাপে ইরান সক্রিয় পদক্ষেপ নেয়ার ফলে আমরা এখন একটি ভালো চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি। তবে এখন পশ্চিমা পক্ষগুলোকে অবশ্যই তাদের সত্যিকারের পদক্ষেপ নিতে হবে এবং আলোচনার ব্যাপারে তাদের উদার মানসিকতা ও দৃঢ়তার প্রমাণ দিতে হবে। যদি এটা হয় তাহলে আগামী কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহের মধ্যে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সম্ভব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।