
আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরান এবং ৪+১ গ্রুপ অর্থাৎ চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ব্রিটেনের প্রতিনিধিরা অংশ নেন। খবর পার্সটুডে’র।
ফার্স নিউজ এজেন্সি আজ (শুক্রবার) জানিয়েছে উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক সহকারী পর্যায়ের ওই বৈঠক ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং পলিটিক্যাল ডেপুটি সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন।
এর আগে, জাপানি বার্তা সংস্থা কিয়োডো এই বৈঠকের ব্যাপারে খবর দিয়েছিল। কিয়োডো জানিয়েছিল গত সোমবার ইরানি ও ইউরোপীয় সিনিয়র কর্মকর্তারা জার্মানিতে বৈঠক করেছেন। ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে আলোচনা করাই ছিল ওই বৈঠকের মূল লক্ষ্য ।
অপরদিকে ইউরোপীয় ইউনিয়নও গতকাল এক বিবৃতিতে যৌথ কমশিনের আজকের এই বৈঠকের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে পরমাণু সমঝোতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।
সেইসঙ্গে পরমাণু সমঝোতাকে কীভাবে সকল পক্ষ কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে পাবে তা নিয়ে আলোচনা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।