জুমবাংলা ডেস্ক : শুল্ক ফাঁকি দিয়ে এবং মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা পণ্য খালাসের মাধ্যমে দুই কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৮৮ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক সাত শুল্ক কর্মকর্তাসহ ২৫ জনের বিরুদ্ধে ১৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার চট্টগ্রামের ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
মামলায় অভিযুক্তরা হলেন, চট্টগ্রাম কাস্টমস হাউজের সাবেক সাত রাজস্ব কর্মকর্তা প্রাণবন্ধু বিকাশ পাল, শফিউল আলম, হুমায়ূন কবির, সাইফুর রহমান, মোহাম্মদ সফিউল আলম, নিজামুল হক ও সৈয়দ হুমায়ুন আখতার। অপর আসামিদের মধ্যে ১৪ আমদানিকারক ও চারজন সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েছেন।
তিনি বলেন, পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে ২০১০ ও ২০১১ সালে শুল্ক ফাঁকি দিয়ে সরকারের দুই কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৮৮ টাকা আত্মসাৎ করার অভিযোগে এসব মামলা করা হয়েছে।
মামলাগুলোতে বাদি হয়েছেন দুদকের সহকারী পরিচালক আফরোজা হক খান ও শেখ গোলাম মাওলা এবং উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।