বিনোদন ডেস্ক : এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। মিশা সওদাগরের পুরোনো বন্ধু হিসেবে পরিচিত নায়িকা মৌসুমী। তিনি স্বতন্ত্র সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন।
এদিকে নির্বাচনে জয়ের পর মিশা সওদাগর বলেন, ‘মিডিয়াতে মৌসুমী কথা দিয়েছিলেন, যদি সে জিতে তবে আমাকে সঙ্গে নিয়েই সমিতির কাজ চালিয়ে যাবে। আর আমিও কথা দিয়েছিলাম, যদি আমি জিতে যাই তবে ওকে সঙ্গে নিয়েই কাজ করব। কারণ আমারা দুজনই শিল্পী ও একে অপরের ভালো বন্ধু।‘
এ সময় তিনি আরও জানান, মৌসুমীকে বিশেষ কমিটিতে রেখে তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল শুক্রবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


